দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের অসহায় কর্মহীনদের মাঝে ত্রান বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগ।
৪ আগস্ট বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডে মহানগর সেচ্ছাসেবকলীগের ৫০ জন অসহায় দুস্থ ও কর্মহীনদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন। বক্তব্যে তিনি বলেন, আমরা মহানগরের ১০ টি ওয়ার্ড এ যথাক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করব। করোনার প্রথম লক ডাউন ও ১ম ওয়েবে আমরা মহানগর সেচ্ছাসেবকলীগ অসহায় মানুষের পাশে ছিলাম এখন ২য় ওয়েব ও লক ডাউন চলছে এখনো অসহায় মানুষের পাশে আছি।
তিনি আরো বলেন, সরকার দেশ ও দেশের মানুষকে বাচাঁতে গনহারে ভ্যাকসিন প্রয়োগ করার সিধান্ত নিয়েছে। আপনারা সবাই এই ভ্যাকসিন গ্রহণ করবো আর একটি কথা নিজে, নিজের পরিবার ও দেশকে বাচাঁতে অবশ্যই মাস্ক ব্যাবহার করবেন।
প্রধান আলোচক ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর হোসনে আরা বেগম, মুসাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী নিজাম উদ্দিন, সমাজ সেবক হালিম সর্দার, মনির হোসেন মুন্সি, তাজুল ইসলাম, আলী হোসেন মুন্সি, আলামিন মোল্লা ও নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী সদস্য সুমন।
সভাপতিত্ব করেছেন, ফাহাদুজ্জামান পাপ্পু।
সার্বিক তত্তাবধানে ছিলেন, ইফকাত আহমেদ পাপ্পু ও মোমেনুল ইসলাম মোমেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবকলীগ নেতা কাউসার আহমেদ, সাইদুল ইসলাম, আলী হোসেন মুন্সি, খোরশের আলম, সোহেল, দিনা, পনির, সম্রাট, জিতু, মিজান, শামীম, ফয়সাল আহমেদ, আলাউদ্দিন, সাইদ।