দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ ,১৭ও ১৮নং ওয়ার্ডের প্রথম দিনের টিকা প্রদান করা হয়।
শনিবার (৭ আগষ্ট) সকাল ৯টায় নগর মাতৃসদন কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা উপস্থিতিতে শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মেয়র আইভীর ব্যক্তিগত সহকারী আবুল হোসেন,সিটি স্বাস্থ্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন,মোঃ হাফিজ ও ওয়ার্ড সচীব মাসুদ রানা লাল প্রমুখ।
নাসিক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান বলেন, গণটিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগণকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কার্যক্রম উদ্যোগেটি সরকারের ভালো । পর্যায়ক্রমে সব মানুষকে সরকার টিকার আওতায় নিয়ে আসবে। তাদের প্রত্যেকের জন্যই আগামীতে দ্বিতীয় ডোজের টিকাও সরবরাহ করে ব্যবস্থা করা হবে।
টিকা থেকে গ্রহণকারী বৃদ্ধি হওয়ায় নাসিক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান জানান, এই কেন্দ্রগুলির মধ্যে নিবন্ধন ব্যবস্থা করা হয়েছে। নিবন্ধন কাগজটি নিয়ে যে কেউ টিকা গ্রহণ করতে পারে। খুব শৃঙ্খলা মধ্যে টিকা প্রদান করতে পেরেছি। বাকি ২ দিন শৃঙ্খলাভাবে ওয়ার্ডবাসীকে টিকা দেয়া সকল ব্যবস্থা নেয়া হয়েছে।