দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা সিভিল সার্জন সহ উর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (৭ আগষ্ট) সকাল ১০টায় টায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় কুতুবপুর ইউনিয়নে ভুইগড় দারুছ্ছুন্নাহ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন মোঃ ইমতিয়াজ আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) আজিজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ও স্থানীয় মেম্বারবৃন্দ।