দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের উদ্যোগে নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে ন্যায্য মূল্যে চাল ও আটা বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) দুপুরে বন্দর শাহীমসজিদ এলাকায় উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওসমান গনি নামে ডিলারের মাধ্যমে সাধারন মানুষের মাঝে এ চাল ও আটা বিক্রি করা হচ্ছে। ৩০ টাকা কেজিতে চাল ও ১৮টাকা কেজিতে আটা কিনতে পেরে নিম্ন আয়ের মানুষেরা সন্তোষ প্রকাশ করেছেন।
কাউন্সিলর হান্নান সরকার বলেন, প্রত্যেক ব্যক্তি এ দামে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। নিম্ন আয়ের অসহায় মানুষদের জন্য ন্যায্য মূল্যে চাল ও ডাল বিতরন করা হচ্ছে। আপনারা ধৈর্য্য সহকারে এ সুবিধা গ্রহন করুন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা খাদ্য পরিদর্শক গোলাম বিরিয়া,থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ,সমাজ সেবক আবুল খায়ের,মহিলালীগ নেত্রী নুরুন নাহার সন্ধ্যা প্রমূখ।