দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম ও তার সহধর্মীনীর সুস্থতায় দোয়া কামনা করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার (২১ আগস্ট) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু এক বিবৃতিতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দদের আহবান জানান।
বিবৃতিতে আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও বার বার নির্বাচিত সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম ও তার সহধমির্নী অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন।
মহানগর বিএনপির আওতাধীন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দদের আহবান করবো প্রতিটি মসজিদে তাদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করার। মহান রাব্বুল আলামিন যেন তাদের দুজনকে দ্রুত সুস্থতা দান করেন।