দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর বিএনপি।
রোববার (২২ আগস্ট) এক বিবৃতিতে মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে মশিউর রহমান রনির নিঃশর্তে মুক্তি দাবি করেন।
বিবৃতিতে একাত্ত্বতা প্রকাশ করেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, এ্যাড. রফিক আহমেদ, হাজী ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, আবুল কাউছার আশা, যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, ফয়েজ উল্লাহ সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।