সম্প্রতিকালে দেশে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু জ্বর প্রতিরোধে ও প্রতিকারে করনীয় দিক নির্দেশনা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মহিউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার সজিব হোসেন ও গাইনি বিশেষজ্ঞ সুমনা হক।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার ও সহকারী ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ডা: মহিউদ্দিন ডেঙ্গু বলেন, ডেঙ্গু জ্বর থেকে আমাদের বাঁচতে হলে প্রথমে এর প্রতিকার সর্ম্পকে জানতে হবে।
সেটা হলো এ রোগটি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত হয়ে থাকে। তাই ৭টি মাস আমাদের মশা থেকে সর্তক থাকতে হবে। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা পরিস্কার পানিতে বংশ বিস্তার করে সেজন্য অফিস, ঘর ও আশেপাশের পানি জমতে দিবেন না যে কোন পাত্রে জমিয়ে রাখা পানি ৩ দিনের মধ্যে পরিবর্তন করতে হবে। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায় তাই তাদের কাজ থেকে বাঁচতে লম্বা পোশাক ও মশারী টানিয়ে ঘুমাতে হবে।
এ জ্বর হলে মাথা ব্যাথা, মাংশপেশী ব্যাথা, শরীরে বিভিন্ন জায়গায় লালচে দানা হলে বুঝতে হবে ডেঙ্গু জ্বর হয়েছে। এ জ্বর হলে প্যারাসিটামল ব্যতীত অন্য কোন ব্যাথা নাশক ঔষধ থেকে বিরত থাকতে হবে। এ জ্বর হলে নিকটস্থ হাসপাতাল ও চিকিৎসকের পরামর্শ নিতে হবে ও ডেঙ্গু জ্বর ভাল হলেও শরীরে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এ জ্বর নিয়ে কোন রোগী হাসপাতালে আসলে তাদের বিনামূল্যে সকল পরিক্ষা করতে হবে।