দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সম্প্রতি হেফাজতে ইসলামের ডাকা হরতালে নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ থানায় দায়েরকৃত নাশকতা মামলাসহ প্রায় হাফ ডজন খানের মামলার পলাতক আসামী মোক্তার হোসেন(৫৫)কে গ্রেফতার করেছে সি আই ডি পুলিশ।
গত ২৭ আগষ্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সি আই ডি পুলিশ পরিদর্শক আতাউর বন্দর থানা পুলিশের এস আই শহিদুল ইসলাম ও এ এস আই জিয়াউর রহমানের নেতৃত্বে বন্দরের বাগবাড়ি এলাকার আলাফাজউদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে মোক্তার হোসেনকে গ্রেফতার করে প্রথমে বন্দর থানা ও পরে সি আই ডি’র কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ধৃত মোক্তার বাগবাড়ি এলাকার আলফাজউদ্দিনের ছেলে। পরে ২৮ আগষ্ট (শনিবার) ৭দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করেছে সি আই ডি।
এ ব্যাপারে সি আইডি’র এএস পি হারুন অর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতের নাশকতা জ্বালাও-পোড়াও,ভাঙচুরসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে তার বিরোদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানায়,নাশকতা খুন পুলিশের গাড়িতে আগুন চাঁদাবাজি মারামারিসহ প্রায় হাফ ডজন মামলা রয়েছে সন্ত্রাসী মোক্তার হোসেনের বিরোদ্ধে। আদালতের নিকট আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।