দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৯ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের এই কর্মসূচির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপমি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা।
সভাপতির বক্তব্যে মো. জুয়েল হোসেন বলেন, আমরা মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করি। আমরা রাজনীতি করি মানুষকে সেবা দেয়ার জন্য। যখন থেকে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পেয়েছি তখন থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমরা কেউ দুনিয়াতে থাকবো না। নাসিম ওসমান মারা গেছেন কিন্তু তিনি মানুষের মুখে বেচে আছেন। কারণ তিনি মানুষের জন্য কাজ করেছেন।
এইজন্য তার মৃত্যুর পর যে জানাযা হয়েছে এরকম জানাযা আর কোনো সময় দেখিনি। তারা চলে গেছেন আমাদের রেখে গেছেন। তাদের আদর্শ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জন্য আমরা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছি। আওয়ামী লীগ আমরা পিতৃতুল্য সংগঠন। আপনাদের পাশে আমরা আছি। যারা জয়ের জন্য কাজ করেছে তাদেরকেই মনোনয়ন দেয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাইয়ুম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকু ইসলাম জয়,
সহ প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সজিব মোল্লা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস আলম রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মামুন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, কার্যকরি সদস্য জসিম খন্দকার, আব্দুল খালেক, রাকিবুল ইসলাম সুমন, আনিসুর রহমান, আফসার শিকদার, মো. নাদিম শেখ ও নোমান আহমেদ অরকো।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন১৩ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাম খন্দকার সেলিম, মো. বিপ্লব, ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম নিজাম ও ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।