দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগষ্ট মঙ্গলবার বেলা ১২টায় বঙ্গবন্ধু সড়কের আলম কেবিনের দ্বিতীয় তলায় বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কার্যালয়ে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, সহ-সভাপতি পাপ্পু ভট্টচার্য্য, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সহ-সাধারণ সম্পাদক কে এইচ মিলন, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, কার্যকরি সদস্য তাপস সাহা, মেহেদী হাসান সজীব, আরিফ জয়, আমির হোসেন।
উপস্থিত আরো ছিলেন, সংগঠনের সদস্য মোক্তার হোসেন, হাসান উল রাজিব, শহিদুল ইসলাম, কাইয়ূম খান ও বিশাল আহম্মেদ।