দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ২৫০ জন সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের মাঝে খাবার ও খেলনা সামগ্রী বিতরণ করেছে সতীর্থ ৯২ এসএসসি ব্যাচ নারায়ণগঞ্জ।
শনিবার(১৮ সেপ্টেম্বর)বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার চানমারি অবস্থিত হেরিটেজ স্কুল প্রাঙ্গণে এসএসসি ৯২ ব্যাচের সদস্য প্রবাসী আনিছুর রহমান রতনের আর্থিক সহযোগিতায় বিতরণ করা হয় খাবার ও খেলনা সামগ্রী।
বিতরণ অনুষ্ঠানের পূর্বে ৯২ ব্যাচের যেসকল সদস্য নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনায় ও রাষ্ট্রের উন্নয়নে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত শেষে সতীর্থ ৯২ ব্যাচের সভাপতি সভাপতি আফরোজা খন্দকার লুনা বলেন,আজকে পথশিশুদের মাঝে খাবার ও খেলনা বিতরণ করা হবে।এটি একটি ভালো উদ্যোগ।এই ধরনের উদ্যোগ যেনো আরো বেশি বেশি করা হয়। আমি সতীর্থ ৯২ ব্যাচকে এই ধরনের উদ্যোগ গ্রহন করতে এগিয়ে আসার জন্য অনুরোধ করবো। আর আজকে আনিছুর রহমান রতনের জন্য এই পথশিশুদের মাঝে খাবার ও খেলনা বিতরণ করা হচ্ছে তাই আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি।
ফারুক মহসিন বলেন,আমাদের সংগঠনটি ১৯৯২ সালের নারায়ণগঞ্জ জেলার এসএসসি ব্যাচের সদস্যদের নিয়ে। এবং প্রায় ১ বছর যাবৎ সতীর্থ ৯২ নারায়ণগঞ্জ এসএসসি ব্যাচটি প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যেই আমরা ৫টি অনুষ্ঠান করেছি। এর মধ্যে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের(রেল ষ্টেশন, চাষাড়া সহ বিভিন্ন স্থানে) মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,দুই ঈদে ঈদ পোষাক বিতরণ,করোনা মহামারিতে অক্সিজেন সিলেন্ডার বিতরণ এবং প্লাজমা প্রদান এবং কোরবানি ঈদে মাংস বিতরণ করেছি। আমরা চেষ্টা করছি নারায়ণগঞ্জ জেলার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার
বক্তব্যে শেষে নারায়ণগঞ্জ জেলার রেলষ্টেশন,চানমারি সহ বিভিন্ন স্থানের ২৫০জন সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের মাঝে খাবার ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়।অন্যদিকে খাবার ও খেলনা পেয়ে শিশুদের মাঝে আনন্দ উচ্ছাস দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি আফরোজা খন্দকার লুনা,সাধারণ সম্পাদক এড.সোহেল মিয়া,সদস্য ইউসুফ আলী সুমন,রাকিব উদ্দিন,বিদ্যুৎ আজাদ,মাইনুদ্দিন মানিক,ইমরান মোস্তফা,হামিদুল হক মামুন,সাইদি হাসান শান্ত,আফজাল হোসেন,সোহেল রানা,ফারুক মহসিন,সারোয়ার,মাসুম,স্বপন,আলমগীর,কামাল,রাসেল,সেলিম মিয়া,সালমা,নিপু, সাজ্জাদ,সোহেল আবিদ,জুলিয়ান, শাকিল,মান্নান,ফয়সাল,মাহিদুল,এড.আলী,এড.মামুন প্রমূখ।