দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি গং এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযুদ্ধা আজহার হোসেন গং।
আদালত সূত্র ও সাবেক কাউন্সিলর আজহার হোসেন গং দের কাছ জানান যায়, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের পিতা সৈয়দ আলী মাস্টারের খরিদ কৃত জালকুড়ি মৌজার ১১১৮ ও আর এস ৪৫ নং দাগের ৮ শতাংশ সম্পত্তি সৈয়দ আলী মাস্টারের অন্যান্য ওয়ারিশদের নাম্বার বাদ দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত ১৩ ১৪ ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব পিতা মোঃ হাবিবুর রহমানের নামে প্রতারণামূলকভাবে আর এস রেকর্ড সম্পাদন করে পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে।
এমন অভিযোগে গত ৯ (সেপ্টেম্বর) সৈয়দ আলী মাস্টারের সকল ওয়ারিশগণ শারমিন হাবিব বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন মামলা নং ১৩৬৩/।২০২১দেওয়ানী।