দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে করোনা মহামারীর সময়ে অসহায় দরিদ্র সদস্যদের মাঝে অক্সিমিটার ও থার্মোমিটার বিতরণ করা হয়।
শনিবার ২৫শে সেপ্টেম্বর বিকাল ৩টায় সংগঠনের জেলা কার্যালয়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
চিকিৎসা সামগ্রী বিতরণ করেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রহিমা খাতুন, অর্থ সম্পাদক রেখা গুণ, সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা, প্রশিক্ষণ সম্পাদক তড়িতা সাহা, প্রচার সম্পাদক কানিজ ফাতেমা, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ প্রমূখ।
কুমুদিনী বাগান, ভূঁইয়ারবাগ, আমলাপাড়া, রবি দাস পাড়া, গোদনাইল, খানপুর, গলাচিপা, ঋষি পাড়ার সদস্যদের মাঝে অক্সিমিটার ও থার্মোমিটার বিতরণ করা হয়।
সদস্যরা এসব চিকিৎসা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন। অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন- কোথাও এরকম ত্রাণ পাই নাই। এটা প্রথম। এই দুঃসময়ে শুধু নিজেরাই নয়, প্রতিবেশীদের জ্বর-সর্দি, কাশি হলে তাদেরও পরীক্ষা করব।