দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়্জোন করেন দলটির স্থানীয় নেতৃবৃন্দরা।
শুক্রবার (১৫ অক্টোবর) বাদ জুম্মা মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা এই আয়োজন করেন।
এ সময় মহানগর বিএনপির নেতা ও কর্মীরা মিলাদ ও দোয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা সহ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
এদিকে নগরীর উকিল পারা এলাকায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও আমলাপারা এলাকায় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।