দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও মুড়াপাড়া নির্বাচনী কাজে যুক্ত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের তিনদিন ব্যাপী ইভিএম প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে।
বৃহস্পতিবার(২৮ অক্টোবর)ইভিএম প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের প্রশিক্ষণ সমাপ্ত করেন প্রশিক্ষকরা।
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে ইভিএম ব্যবহার বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। তাই দ্রুততর সময়ে ভোট প্রয়েগ ও গণনার জন্য রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও মুড়াপাড়া নির্বাচনে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল কলেজ ও সরকারি ৭৫ জন কর্মকর্তাদের ইভিএম পদ্ধতির উপর ৩ দিনের প্রশিক্ষণের আয়োজন করে নারায়ণগঞ্জ নির্বাচন অফিস ইসির নির্দেশে।
গত ২৬ অক্টোবর সকালে ১০টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালায় শিক্ষক ও কর্মকর্তাদের ইভিএম পদ্ধতি ও কারিগর সহায়তা বৃদ্ধির জন্য ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৩ ব্যাচে ৩ জন দক্ষ প্রশিক্ষক ও কারিগরি সহায়তাকারী ৩ জনের সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা করা হয়।