দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বলেছেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে গাঞ্জার নৌকা তালগাছে উঠায় দিতাছে। তাদের বুঝা উচিত আজকে তাকে চেয়ারম্যান বানালে কয়েকদিন পর সে থাকবে না।
বৃহস্পতিবার ২৮ অক্টোবর দুপুরে নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত নাসরিন ওসমান ভবন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান বলেন, কোন রোটরাকে আপনার চেয়ারম্যান বানাইয়েন না। গাঞ্জার নৌকা কখনও তালগাছে উঠবে না। আমি বহু আগেই আমার মানুষ আমি চেয়েছি, জনগনের কাছে এবং আল্লাহ কাছে চেয়েছি। আমার মানুষ কলাগাছিয়া ইউনিয়ন নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন নির্বাচন করছে।
আপনাদের কাছে দোয়া চাই, আমার সহকর্মী চাই, কোন চোরের কথা বলছি না। একজন সংসদ সদস্য নির্বাচনের কথা বলতে পারে না। সাধারণ মানুষের ইচ্ছে আল¬াহ যদি আমাকে হায়াত দেন তাহলে কলাগাছিয়ায় যদি উন্নয়ন চান ইনশাআল¬াহ আমি দেলোয়ারকে নিয়ে যে রোডঘাট বন্ধ রয়েছে সেগুলো আরও ব্যাপক ভাবে দ্রুত গতিতে উন্নয়ন করবো।
সেলিন ওসমান আরও বলেন, কাজিমউদ্দিন শ্রমিকলীগ নেতা, তিতাস গ্যাসের নেতা বাড়িতে বাড়িতে লাইন দিয়ে বন্দরে মানুষকে বার বার বাজিয়ে বেচাকেনা করে পয়সা কামিয়ে আজকে ভোট করতে হবে। হারামের পয়সা কিন্তু বেরামে খায়, সেই বেরামের পয়সা নির্বাচনে খরচ করবে। ইনশাআল্লাহ দেলোয়ার প্রধানের টাকাও খরচ করতে হবে না।
আমার দোয়া আমার পরিবারের দোয়া দেলোয়ার হোসেনের সাথে থাকবে এবং প্রত্যক মসজিদ ও মন্দিরের দোয়া দেলোয়ার হোসেন সাথে থাকবে। জয়ী হবে ইনশাআল্লাহ এবং দেলোয়ারের সাথেই কলাগাছিয়ার উন্নয়ন হবে। এজন্য আমি মোটেও ভয় পাইনি যে আমি গাঞ্জা মার্কার নৌকার সাথে ফাইট করছি।