দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ শহরে হকার জুবায়ের আহম্মেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় তারা সড়ক অবরোধ করেন। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে স্বজনরা বলেন, হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার হলেও অন্যরা এখনও অধরা রয়ে গেছে। আসামিদের অনেকেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না। তাদের গ্রেফতার করে শিগগির আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধনে জুবায়েরের মা মুক্তা বেগম, বাবা আমজাদ হোসেন জমির, চাচা জামিল হোসাইন, মো. আনোয়ার হোসেন, দাদা মো. মিজানুর রহমান ও খালাতো ভাই ফরহাদসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৪ অক্টোবর শহরের একটি সড়কের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়ের আহম্মেদকে হত্যা করা হয়। ওই রাতেই নিহতের মা মুক্তা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, জুবায়েরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।