দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত মেহেদী হাসান নয়নের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ নভেম্বর বেলা ১২টায় বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি’র অফিসে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি পাপ্পু ভট্টচার্য্য, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সহ-সাধারণ সম্পাদক কে এইচ মিলন, সাংগঠনিক সস্পাদক মেহেদী হাসান সজীব, অর্থ সস্পাদক কাজী আলমাছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, কার্যকরি সদস্য তাপস সাহা, আরিফুরর রহমান জয়, আমির হোসেন, মোক্তার হোসেন, সদস্য এনামুল হক সিদ্দিকী ও বিশাল আহম্মেদ প্রমুখ।
২০১৯ সালের ১৭ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মেহেদী হাসান নয়ন মারা যান। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।