ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডস্থ জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন বস্তিতে এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় প্রায় ৬০/৬৫টি জুটের গোডাউন ও বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।এ আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানাতে পারেন নি ফায়ার সার্ভিস কতৃপক্ষ
প্রত্যক্ষদর্ষীরা জানায়, আগুন লাগার সাথে সাথে মূহুর্তের মধ্যে পুরো বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় ধোয়ায় আশপাশের প্রায় দুই তিন কিলোমিটার এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বস্তিবাসীরা সহ শত শত মানুষ মধ্য রাতে লিংক রোডে এসে অবস্থান নেন। আতংকে ছোটাছুটি করতে থাকেন বস্তির লোকজন। বস্তির পাশেই ‘মাস সি এন জি স্টেশন’ থাকায় মানুষ আতংকিত হয়ে পড়ে বেশি।
এ বিষয় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সাতটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে আগুনে কেউ হতাহত হয় নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।