দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ককে নিয়ে স্থানীয় মিডিয়াতে প্রকাশিত সংবাদ “আহবায়ক মন্তুকে দৌড়ানি দিলেন যুবদলের বিদ্রোহীরা” এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সদস্য সচিব মনিরুল ইসলাম সজল।
শনিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। সেই সাথে গণমাধ্যম কর্মীদেরকে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তি মূলক তথ্য দেয়া থেকে সকলকে বিরত থাকার আহবান জানান।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তি ও দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ-অনশন করেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। যেখানে মহানগর যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের উপস্থিত থাকার কথা ছিলো না।
তাই গণ-মাধ্যম কর্মীদের প্রতি আমাদের আহবান থাকবে আপনারা সত্য সংবাদ প্রকাশ করেন। তাহলে দেশবাসী সহ সকলের উপকার হবে।