দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ১৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাকিদ মোস্তাকিম শিপলুর উঠান বৈঠক অনুষ্ঠিত।
শুক্রবার (৩ ডিসেম্বর) নগরীর ১নং বাবুরাইল এলাকায় এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে কাউন্সিলর প্রার্থী শিপলু বলেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন তার কাছ থেকে শিখেছি। পৃথিবীতে তুমি যদি হাজার বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাও তাহলে জণগনের পক্ষ হয়ে কাজ করো। সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি জনগণের সেবা করে বেঁচে থাকতে চাই। তাই আমি নানা সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছি।
এরই ধারাবাহিকতায় আমি এবার নাসিক নির্বাচনে ১৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা আমার মুরুব্বী আমাকে যেভাবে বলবেন ওয়ার্ডবাসীর সেবার জন্য আমি সেটাই করবো। সেই জন্য প্রয়োজন আপনাদের দোয়া ও ভালবাসা। আপনারা আমার পাশে থাকলে কোন অপশক্তিই আমার জনসেবার পথে বাঁধা সৃষ্টি করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন, আফতাব হোসেন, মোশাররফ হোসেন, আজমল হোসেন, মোঃ বাদল, বাদল হোসেন, আসাফ উদদৌলা শাকিল, সুজাউদৌলা সুজন, সিরাজ উদদৌলা সুমন, জুলহাস মিয়া, শওকত হোসেন, আওলাদ হোসেন, মাহামুদ হোসেন, আতিক উদদৌলা সবুজ, মোঃ নজরুল ইসলাম, মোঃ মামুন আহমেদ, আলামীন, স্বপন, শহিদুল ইসলাম, আজমল মিয়া, শিবলু, শান্ত, পান্থ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।