দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মাঝি নিধারন হলেও এখন ধানের চাষীর খোজ মিলেনি। তবে নির্বাচনে অংশগ্রহন করার জন্য রোববার মনোনয়ন সংগ্রহ করবেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।
এ বিষয় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, মনোনয়ন সংগ্রহ করা এটা নির্বাচনী চলমান প্রকৃয়া আমি প্রাথমিক ভাবে সেই কাজটি করে রাখছি। তবে দল যে সিদ্ধান্ত নিবে আমি সেই সিদ্ধান্ত মেনে নিবো।
নাসিক নির্বাচনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জের তিন জনকে দায়িত্ব দিয়েছে জেলা বিএনপির আহবায়ক ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. তৈমূর আলম খন্দকার, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম এবং সাবেক সাংসদ আলহাজ¦ গিয়াস উদ্দিন সাহেবকে। তাদের সাথে আলোচনা করেই নির্বাচনী পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো। এখন শুধু নাসিক নির্বাচনে যে চলমান প্রকৃয়া আছে আমি সেটাই করছি। আর দল স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করবে না আগেই ঘোষণা দিয়েছে। সেই ক্ষেত্রে আমি সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে সিনিয়র নেতাদের সাথে আলোচনা করেই দল যে সিদ্ধান্ত নিবে আমি সেটাই করবো।
উল্লেখ্য, দলটির নীতি নিধারকরা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিক নিয়ে অংশগ্রহন করবেন না বলে ঘোষণা দিয়েছেন বহু আগেই।
তবে কর্মীদের চাঙ্গাভাব ধরে রাখতে দলটির নীতি নিধারকরা বলেছেন সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করলে সাংগঠনিক কোন বাঁধা নেই বলে ঘোষণা দিয়েছেন। তবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে বিএনপির হাই কমান্ড থেকে এখন পর্যন্ত নতুন কোন সিদ্ধান্ত আসেনি।