দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং নাসিক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভার স্বামী হাসান আহমেদ দীর্ঘ দিন কারাভোগ শেষে জামিনে বের হয়েছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে বের হন।
জামিনে বের হওয়ার পর তার কারা মুক্তিতে মহান রাব্বুল আলামিনের কাছে বিএনপির সর্বস্থরের নেতা কর্মী সহ এলাকাবাসী শুক্রিয়া জানান। সেই সাথে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসান আহমেদ বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের মা সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন। সেই সাথে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সব সময় আমি আপনাদের পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি যেন সমাজ সেবার কাজে অংশ গ্রহন করতে পারেন।