দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ।
শুক্রবার (১০ ডিসেম্বর) বাদ আছর চাষাড়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন মাদ্রাসায় এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি শহীদুল ইসলাম রিপনের উদ্যোগে আয়োজিত এ মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আওলাদ হোসেন, হাজী ইসমাইল, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু,
কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ঢাকা জেলা বিএনপির সদস্য এম এ মান্নান, জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সহ-সাংগঠনিক সম্পাদক লিপন, নুর আলম সিকদার, ইমরুল ইসলাম তুরান, মহানগর মৎসজীবি দলের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর, জেলা মৎসজীবি দলের সদস্য দুলাল, মকবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেনসাইকুল হাসিদ মুক্তি কামরুল হাসান।