দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিজয় র্যালীতে যোগদান করেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় বিজয় মিছিলটি নিয়ে নগর ভবনের সামনে অবস্থান করেন। পরে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিজয় মিছিল নিয়ে চাষাড়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এর আগে বিজয় মিছিলটি মোমেন খানের নেতৃত্বে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
প্রদক্ষিন শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোমেন খান বলেন, আজ বাঙ্গালী জাতির জন্য আনন্দের দিন হলেও আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা বুকে কষ্ট নিয়ে এই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। তবে এই বিজয়ের দিনে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আমাদের নেত্রীকে যেন দ্রুত সুস্থ্যতা দান করেন।
এ সময় তিনি আরও বলেন, আমার নেতা আলহাজ¦ আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের নেতৃত্বে রাজপথে আছি ভবিষ্যত্বেও থাকবো। কোন অপশক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবে না।
সেই সাথে গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরনের জন্য সরকারের প্রতি আহবান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রবিউল হোসেন,মিজান, আমির হোসেন, অপু, শাকিল, লিটন, দেলোয়র সহ অন্যান্য নেতৃবৃন্দ।