দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে এই আয়োজন করা হয়।
র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে জিয়া বলেন, আজ বাঙ্গালী জাতির জন্য আনন্দের দিন হলেও আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা বুকে কষ্ট নিয়ে এই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। তবে এই বিজয়ের দিনে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আমাদের নেত্রীকে যেন দ্রুত সুস্থ্যতা দান করেন।
সেই সাথে অবৈধ সরকারকে বলে দিতে চাই গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরণ করা হউক। আর তা যদি না হয় তাহলে জিয়ার সৈনিকরা ঘরে বসে থাকবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ওপেল, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমদে রাজন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক জাহদি প্রধান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকরি হোসনে, নারায়ণগঞ্জ সদর থানা স্বচ্ছোসবেক দল মোশারফ হোসনে মসু, সদস্য বন্দর থানা জনি দেওয়ান, পরবিশে বিষয়ক সম্পাদক আনোয়ার গাজী , শিল্প বিষয়ক সম্পাদক শুক্কুর আলী বেপারী, শাহনিুর ইসলাম সুমন, মানকি দেওয়ান, মোঃ ওয়াসমি, মোঃ সাইফুল মোঃ আলী। আবরি দেওয়ান, মোঃ আল আমনি, সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতা পরান মিয়া, ১৬ নং ওর্য়াড স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোয়াদ চৌধুরী, ১৬ নং ওর্য়াড স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ নূর সহ অন্যান্য নেতৃবৃন্দ।