দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: অরাজনৈতিক সামাজিক সংগঠন জাগ্রত নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আনন্দ র্যালী ও প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫ টায় আনন্দ র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিটি কর্পোরেশন কবরস্থানে গিয়ে শেষ হয়।
জাগ্রত নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি তুলশি ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিজয় র্যালীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা সমাজ সেবক মনির হোসেন, জাগ্রত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিন হোসেন, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব প্রধান সৌরব, মীর রাকিব, সাংগঠনিক সম্পাদক ঝলক, ক্রীড়া সম্পাদক রিফাত, ফেরদৌস।
র্যালী শেষে নেতৃবৃন্দরা মাসদাইর সিটি কর্পোরেশনের করবস্খানে প্রয়াত বীরমুক্তি যোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জাগ্রত নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি পলাশ, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক স্বপন প্রধান, সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন খোকা, নাহিদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ সমর সাহা,
সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, তন্ময়, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক জিতু দাস, কার্তিক ঘোষ, বারেক, ফয়েজ, মাসুম, জনি ঘোষ, কাজল ঘোষ সহ বিভিন্ন থানা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।