দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির উদ্যোগে প্রয়াত সাংসদ নাসিম ওসমান সহ পরিবারের সকলের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় নব নির্বাচিত কমিটির সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক এ কে পিন্টুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা নাসিক মাসদাইর কবরস্থানে গিয়ে প্রয়াত সাংসদ নাসিম ওসমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের কবর জিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা শেষে নগরীর আল্লামা ইকবাল রোড এলাকায় এসে প্রয়াত সাংসদের স্ত্রী পারভীন ওসমান ও তার একমাত্র পুত্র আজমেরী ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে চাষাড়াস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এসে মিলাদ ও দোয়ার আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, কোষাধক্ষ সাইফুল ইসলাম মুরাদ,
সাংগঠনিক সম্পাদক শওন আহমেদ, প্রচার সম্পাদক সোহেল হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম লিটন, আশরাফ, আলামিন সহ অীন্যান্য নেতৃবৃন্দ।