দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৮ জন চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩ জানুয়ারি)দুপুর সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার ইফফাত জাহানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ,উপ পরিচালক স্থানীয় সরকার ফাতেমা তুল জান্নাত,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক এলাহী,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।
শপথ নেয়া নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন,সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,কাঁচপুর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান মোশারফ ওমর,বারদী ইউপি নৌকার প্রতীকে চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুল, সনমান্দি ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউপির নৌকা প্রতীকে চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা,জামপুর ইউপির নৌকা প্রতীকে চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া,শম্ভুপুরা ইউপির জাতীয় পার্টির লাঙল প্রতীকে চেয়ারম্যান আব্দুর রউফ ও নোয়াগাঁও ইউপির স্বতন্ত্র থেকে সামসুল আলম।
শপথ গ্রহন শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ফুল দিয়ে বরণ করে নেন।ফুলের বরণ শেষে চেয়ারম্যানদের উদ্দেশ্যে মোস্তাইন বিল্লাহ বলেন,আপনেরা সাংবিধানিক অনুসারে যখন সাক্ষর করেছেন আর্টিকেল ৪৭ এর প্যানাল অনুসারে আপনে এখন থেকে সরকারি কর্মকর্তা।সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে আপনাকে সরকার রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব দিয়েছে।
আপনেরা যে যত ভোটে নির্বাচিত হোন না কেনো আপনার মনে করতে হবে আপনে ওই ইউনিয়নের সকলের ভোট পেয়েই নির্বাচিত হয়েছেন।আপনে অমুকের চেয়ারম্যান তমুকের চেয়ারম্যান না। আপনে অমুক ইউনিয়নের চেয়ারম্যান।সরকার কিন্তু আপনাকে সকল দায় দায়িত্ব দিয়েছে এবং সরকারের যেই শেষ পর্যায় সেটা ইউনিয়ন পরিষদ।আপনেরা কিন্তু এখানে অনেকেই দুইবার তিনবার নির্বাচিত হয়েছেন তার জন্য আপনাদের অভিনন্দন অভিনন্দন।
আপনার দায়িত্বটা কিন্তু দায়িত্ব দায়িত্ব দায়িত্বের মধ্যে পড়েছে।আপনেরা আমরা মিলে সবাই নারায়ণগঞ্জকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই।নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। এছাড়াও চেয়ারম্যানদের করণীয় বিভিন্ন কাজ সম্পর্কে তাদের অবগত করেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সোনারগাঁ উপজেলার ৮ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।