দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী এ্যাড. তৈমূর আলম খন্দকারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারী) বাদ আছর নাসিক ১২নং ওয়ার্ডে ঐ ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ উঠান বৈঠক গনসংযোগ অনুষ্ঠিত হয়।
এ উঠান বৈঠক গনসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসেস ফারজানা তৈমূর।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এটিএম কালাম বলেন, এ্যাড. তৈমূর আলম খন্দকার হলেন নারায়ণগঞ্জের মেহনতি মানুষের পক্ষের শক্তি। তিনি তৃণমূল থেকে অসহায়দের সেবা করতে করতে আজকে মজলুম নেতা হয়েছেন। নারায়ণগঞ্জে এ্যাড. তৈমূর আলম খন্দকার দলমত নির্বিশেষে সকলের কাছে একজন আস্থাভাজন ব্যক্তি। তাই তার মত একজন নেতাকে নাসিকের মেয়র নির্বাচিত করতে পারলে সকলের জন্য মঙ্গল জনক পরিস্থিতির সৃষ্টি হবে। তাই দলমত নির্বিশেষে সকলের কাছে একটাই চাওয়া আপনারা সবাই ১৬ জানুয়ারী হাতি মার্কায় ভোট দিয়ে এই মজলুম নেতাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ও মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিক আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, ১২নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বরকত উল্লাহ বুলু, সদস্য সচিব সাইফুল ইসলাম বাবু, যুগ্ম-আহবায়ক শিকদার,
রোমান, ফারুক আহম্মেদ রিপন, আব্দুর রহমান, সায়েম কবির, এ্যাড. মেহবুব আরেফিন শিমু, মানিক বেপারী, মানিক, শরিফুল ইসলাম, আমির হোসেন, শিপলু সাদিক, জামাল ভূইয়া, মাসুম, জুলহাস, আকাশ, আব্দুর রশিদ হাওলাদার, আলী হোসেন, কবির, ইমরান, আদিল আহমেদ, সেলিম, শরিপ, মুন্না, আব্দুল আউয়াল, শওকত, হৃদয় আহম্মেদ, জসিম, জীবন সহ অন্যান্য নেতৃবৃন্দ।