দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: প্রশাসনের কার্যক্রমের কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী এ্যাড. তৈমূর আলম খন্দকার।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় শহরের ১১নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় নেমে সাংবদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, জনগণ ভীত না। আমার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। আন্তর্জাতিক দূতাবাসের যারা আছেন, পাশাপাশি মানবাধিকার কর্মী যারা আছেন তাদের সকলকে বলবো আমার নির্বাচন পর্যবেক্ষণ করতে।
তিনি আরও বলেন, কাউকে ধমক দিয়ে, গালি দিয়ে তো কাজ করানো যায় না। নারায়ণগঞ্জের জনগণের কাছে মেসেজটা ক্লিয়ার যে সরকারি দলের মাঝে বিরাট ফাটল। ঢাকা থেকে মেহমানরা এসেও এই ফাটল মেটাতে পারেনি। হাতি এখন জনগণের মার্কা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে হাতির মাধ্যমেই পরিবর্তন আসবে।