দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ “সুস্বাস্থ্যের মূলনীতি,নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি”এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলায় উদযাপন করা হলো ৫ম জাতীয় খাদ্য নিরাপদ দিবস ২০২২।
বুধবার(২ ফেব্রুয়ারি)সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃমঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃশামীম বেপারী,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)মোঃশফিকুল ইসলাম,নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তি অদিতি ইসলাম,জেলা তথ্য অফিসার সিরাজ উদ দৌলা,উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃমঞ্জুর আলম,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.আতাউর রহমান ভূঁইয়া,জেলা মৎস্য কর্মকর্তা মোঃজয়নাল হক,সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার নারায়ণগঞ্জ মোঃসেলিমুজ্জামান,দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃলিয়াকত আলি ভূইয়া সহ বিভিন্ন হোটেল ব্যবসায়ী,শিক্ষাবিদ ও এনজিও প্রতিনিধিরা।
এসময় সভাপতির বক্তব্যে ডিসি মোঃমঞ্জুরুল হাফিজ বলেন,নিজেদের ও আমাদের পরিবার স্বাস্থ্য সুরক্ষা রাখতে প্রয়োজন নিরাপদ খাদ্য।তার জন্য অবশ্যই খাদ্যের নিরাপত্তা প্রয়োজন।আজকে যদি অনিরাপদ ও কেমিকেলযুক্ত খাদ্য গ্রহন করি তাহলে আমদের নিজেদের ও আমাদের সন্তানদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।তাই আপনাদের উচিত হবে নারায়ণগঞ্জ জেলায় নিরাপদ খাদ্যের মান বজিয়ে রাখা।
ডিসি আরো বলেন,আমরা ইতিমধ্যে বিভিন্ন খাবারের দোকান গুলোতে অভিযান চালিয়েছি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ মান নিশ্চিত করার লক্ষ্যে।আমাদের এই অভিযান অব্যাহত থাকে।তবে সেক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন।নারায়ণগঞ্জ জেলা মশা মাছি অনেক।এত মশা মাছি এই মুহূর্তে শেষ করা সম্ভব না।তবে এই মশা মাছি গুলো বিভিন্ন ময়লা ও জীবানুযুক্ত স্থানে বসে সেগুলো গিয়ে বিভিন্ন ভাসমান খাবারের দোকানে গিয়ে খাদ্যে বসে।আমাদের ভাসমান রেস্টুরেন্টগুলোকে এড়িয়ে চলতে হবে।আপনেরা সবাই এখান থেকে গিয়ে মানুষদের নিরাপদ খাদ্য গ্রহন করার জন্য সচেতন করবেন।