দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ “শেখ হাসিনার বাংলাদেশ,খুদা হবে নিরুদ্দেশ”এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার(২ ফেব্রুয়ারি)সকালে বারদী ইউপির কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।
২০২০- ২০২১ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা করেন চেয়ারম্যান লায়ন মোঃমাহবুবুর রহমান বাবুল।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে বারদী চেয়ারম্যান লায়ন বাবুল বলেন,আপনাদের দোয়ায় আমি নির্বাচিত হয়েছি তাই আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।