দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করে দিয়েছে পরিচ্ছন্ন কর্মীরা।
শনিবার(৫ জানুয়ারি)সকাল থেকেই শহীদ মিনার পরিষ্কারের কার্যক্রম শুরু জরেন পরিচ্ছন্ন কর্মীরা।
এসময় শহীদ মিনার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন।শহীদ মিনারের বেঁধি সুন্দর ভাবে পরিষ্কার ও বিভিন্ন প্রকার স্টিকার,ব্যানার ছুটিয়ে ফেলেন।পরে মিনারের আশেপাশে যত মিনার ব্যানার ফেস্টুন ছিলো তা ছিঁড়ে ফেলেন পরিচ্ছন্ন কর্মীরা।
এছাড়া শহীদ মিনারের আশেপাশে যে সকল গাছ বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন সেগুলো কেঁটে পরিষ্কার করা হয়।এক অন্য রুপে সাজানোর কাজ শুরু করেছে শহীদ মিনার।
একজন পরিচ্ছন্ন কর্মীর সাথে কথা হলে জানা যায়,আগামী ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহীদ মিনারকে এক ভিন্ন সাজে সাজানোর চেষ্টা করছেন নবনির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াত আইভী।শহীদ মিনার ও তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই আজকে থেকে কাজ শুরু হলো।