দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক কার্যকরী সদস্য সাদেকুর রহমান সাদেককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক মহানগর যুবদলের সহ-সভাপতি নাজমুল হক রানা।
সোমবার (৭ ফেব্রুয়ারী) এক বিবৃতিত্বে তিনি এ নিন্দা জানান। সেই সাথে নিঃশর্তে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি দাবী করেন।
বিবৃতিত্বে তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র হরনকারী ভোট চোর স্বৈরাচারী সরকার রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়ে পুনরায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানী করছে। যার প্রতিফল স্বরুপ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক কার্যকরী সদস্য সাদেকুর রহমান সাদেককে গ্রেফতার করা হয়েছে।
এই ভাবে দলের নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা হামলা করে জিয়ার সৈনিকদের রাজপথ থেকে দাবিয়ে রাখা যাবে না।
কারন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা মামলা হামলা ও গ্রেফতার আতংকে কখনই রাজপথ ছাড়েনি আর ভবিষ্যত্বেও ছাড়বে না। যদি ছাড়তে হয় শহীদ জিয়ার সৈনিকদের আন্দোলনের তোপের মুখে পড়ে ক্ষমতা ছাড়বে অবৈধ ভোট চোর সরকার।
তিনি আরও বলেন, এই অবৈধ সরকারের অধিনে দেশ ও দেশের জনগণ এবং মানুষের মৌলিক অধিকার কোন কিছুই নিরাপদে নেই। কারন তাদের অপকর্ম জনগনের কাছে উন্মোচিত হয়ে গেছে।
মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক কার্যকরী সদস্য সাদেকুর রহমান সাদেককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তাদের নিঃর্শতে মুক্তিদাবী করছি।
উল্লেখ্য, রবিবার (৬ ফ্রেবুয়ারি) দিবাগত রাত দেড়টায় কেন্দ্রীয় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক কার্যকরী সদস্য সাদেকুর রহমান সাদেককে গ্রেফতার করে পুলিশ।