দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে দাসের গাঁও এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও তিন লাখ টাকা জরিমানা করেছে। এয়াড়াও উত্তর লক্ষণখোলা এলাকার ৫শ’ বাড়ির ৬শ’ থেকে ৭শ’ অবৈধ চুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপপন বিভাগের একটি টিম এ অভিযান চালায়।
মঙ্গলবার সন্ধ্যায় তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপপন বিভাগের ব্যবস্থাপক (জোবিঅ-সোনারগাঁও) প্রকৌশলী মোঃ মিজবাহ-উর- রহমান এ তথ্য জানান।
তিতাস অফিস সূত্রে জানা যায়, অভিযানে সৌদিয়া ব্রেড এন্ড বেকারী, তুলা ওয়াস করণ কারখানা নিরাময় সার্জিকেল ও সরকার ট্রেডার্স নামের তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অপরদিকে বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা খালপাড় এলাকায় ১টি স্পটে ২ ইঞ্চি ও ১ ইঞ্চি অবৈধ গ্যাস লাইনের উৎসস্থল থেকে সংযোগ বিচ্ছিন্নকরণসহ ১৫০ ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ করা হয়। এ সময় ৫শ’ বাড়ির ৬শ’ থেকে ৭শ’ অবৈধ চুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন-সোনারগাঁও আঞ্চলিক বিপপন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সুরুয আলম, ব্যবস্থাপক (জোবিঅ-সোনারগাঁও) প্রকৌশলী মোঃ মিজবাহ-উর- রহমান, ব্যবস্থাপক (ইএসএস) প্রকৌশলী মোঃ রফিকুজ্জামানসহ উপ-ব্যবস্থাপক, প্রকৌশলী, সহকারী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীও আইনশৃঙ্খলা বাহিনীর সদসস্যরা।