দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক কার্যকরী সদস্য সাদেকুর রহমান সাদেককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর যুবদলের নেতা মহসিন উল্লাহ।
বুধবার (৯ ফেব্রুয়ারী) এক বিবৃতিত্বে তিনি এ নিন্দা জানান। সেই সাথে নিঃশর্তে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি দাবী করেন।
বিবৃতিত্বে তিনি আরও উল্লেখ করেন, এই ভাবে দলের নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা হামলা করে জিয়ার সৈনিকদের রাজপথ থেকে দাবিয়ে রাখা যাবে না।
কারন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা মামলা হামলা ও গ্রেফতার আতংকে কখনই রাজপথ ছাড়েনি আর ভবিষ্যত্বেও ছাড়বে না।
মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক কার্যকরী সদস্য সাদেকুর রহমান সাদেককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তাদের নিঃর্শতে মুক্তিদাবী করছি।
উল্লেখ্য, রবিবার (৬ ফ্রেবুয়ারি) দিবাগত রাত দেড়টায় কেন্দ্রীয় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক কার্যকরী সদস্য সাদেকুর রহমান সাদেককে গ্রেফতার করে পুলিশ।