দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে মায়ের চোঁখের জলে ভাসলো মানববন্ধন। মায়ের বুকফাটা আর্তনাদে যেন সকলের হৃদপিন্ডে কম্পন ধরে গিয়েছিলো কিছুক্ষনের জন্য। মায়ের মুখে শুধু একটা কথাই বার বার শোনা যাচ্ছিলো, ‘আমার বাবাকে ফিরিয়ে দাও, আমার বাবাকে ফিরিয়ে দাও।’
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এমনই এক হৃদয় বিদারক দৃশ্যের মুখোমুখি হতে হয় সাংবাদিকদের। সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গত ৫০ দিন ধরে নিখোঁজ মো: মাসুমের সন্ধ্যানের দাবিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিখোঁজ মাসুমের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নিখোঁজ মো: মাসুমের স্বজনরা অভিযোগ করেন, নিখোঁজ মাসুম (৪০) মুরগী ব্যবসায়ী ছিলো। গত চলতি বছরের ০৭ জানুয়ারি রাত দেড়টায় নগদ ৪০ হাজার টাকা নিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ি ফিরছিলো। সিদ্ধিরগঞ্জ থানাধীন লক্ষীনারায়ণ মাঝিপাড়া হাইস্কুলের সামনে আসলে তাকে ২টি মোটরসাইকেলে তনু, আবুল হোসেন, রাজু, শিমুল ও মিলনরা তুলে নিয়ে যায়। সেই থেকেই মাসুদ নিখোঁজ। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ও জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ এবং আদালতে মামলা করলেও তার কোন হদিস পাওয়া যায়নি।
তারা আরও বলেন, আজ ৫০ দিন হয়ে গেলেও আমরা মাসুদের কোন খোঁজ পাচ্ছিনা। আদালত র্যাব-১১’কে তদন্তের নির্দেশ দিয়েছে। আমরা জানিনা, তারা কি করছে? আমরা মাসুদের সন্ধ্যান চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিখোঁজ মাসুদের মা মোসাম্মদ মাকসুদা বেগম, দুই বোন রাশিদা বেগম, হাজেরা বেগম, খালা মাজেদা বেগম, মো: পারভেজ, মো: রুবেল, মো: বাবু, মো: নাজমুল হোসেন প্রমূখ।