দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ প্রশাসনের চোখ ফাঁকি দিতে এক সময়ের কলা বিক্রেতার ছেলে মাদক সম্রাট আমিরের নয়া কৌশল অবলম্বন করে চালিয়ে যাচ্ছে তার অপরাধযজ্ঞ। নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের সুযোগ্য উত্তরসুরি যুব সমাজের অহংকার একেএম আজমেরী ওসমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেষ্টুন দিয়ে এনসিসি ১০ নং ওয়ার্ডের আশপাশে সয়লাব করে ফেলেছে। যা নিয়ে পুরো ওয়ার্ড জুড়েই চলছে জল্পনা-কল্পনা।
একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ফেব্রিক্স কন্টিনার ডাকাতি ও মাটি চুরি মামলাসহ গ্রেফতার হয়েছে সিদ্ধিরগঞ্জ গোদনাইল আরামবাগ এলাকার মাদক সম্রাট আমির। তার বিরুদ্ধে জেলা যুবলীগের সদস্য ও ৮ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লাকে প্রকাশ্যে গুলি।
ও কুতুবপুর ৯ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েলকে কুপিয়ে আহত করা। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানায় কন্টিনিয়ার ডাকাতি মাদকসহ নানাবিধ অভিযোগে মামলাও রয়েছে। সেই দুর্ধর্ষ সন্ত্রাসী মাদক সম্রাট আমির এবার নারায়ণগঞ্জ বন্দর ৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান এর ছেলে আজমেরী ওসমানের ছবির সঙ্গে নিজের ছবি দিয়ে একুশে ফেব্রুয়ারির ফেস্টুন ও ব্যানার সাঁটিয়েছে যুবলীগের কোনো পদে না থাকলেও নিজেকে সিদ্ধিরগঞ্জ ১০ নং ওয়ার্ডের যুবলীগের নেতা পরিচয় দিয়ে বেড়াচ্ছে।
১০ নং ওয়ার্ডের আরামবাগসহ আশপাশ এলাকাবাসী ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের দাবী, কিভাবে একজন মাদক ব্যবসায়ী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রয়াত নাসিম ওসমানের ছবি ব্যবহার করে ফেষ্টুন তৈরী করে তা আমাদের বোধগম্য নয়। এ নিয়ে প্রতিবাদের ভাষাও আমাদের জানা নেই। তবে এ আমির হোসেন নিজের অপরাধকে ঢাকতেই প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের ছবি সম্বলিত ফেষ্টুন দিয়ে পুরো ওয়ার্ডবাসীর মাঝে ভীতি সৃষ্টি করে অবাধে চালিয়ে যাচ্ছে তার অপরাধযজ্ঞ।
তারা অনতিবিলম্বে চিহিৃত এ মাদক স¤্রাট আমিরের মাদক রাজ্যে নির্মুল করতে জেলা পুলিশ সুপারের সদয় দৃষ্টি কামনা করেন পাশাপাশি নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আলহাজ আজমেরী ওসমানের কাছে অনুরাধ করেন আমিনের মত অপরাধীদেরকে যেন আশ্রয়-প্রশ্রয় না দেন।