দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মোঃ হোসেনকে দিয়ে ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
চলতি বছরের ৩ মার্চ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে পূর্বের আহবায়ক কমিটি বাতিল করে ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
রোববার (৭ মার্চ) রাত সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটস্থ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন খানের অফিসে নব-গঠিত ফতুল্লা থানা তাঁতী দলের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি মনির খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান, মহানগর তাঁতী দলের সভাপতি মীর আলমগীর, বিএনপি নেতা গুলজার খান সহ নব-গঠিতকমিটির নেতৃবৃন্দরা।
এ সময় এ্যাড.সাখাওয়াত হোসেন খান বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিক্লপ নাই। যেভাবে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির যাতাকলে পৃষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ। সেই পরিস্থিতি থেকে দেশবাসীকে উত্তোলন করতে হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও একটি যুদ্ধ করতে হবে। তাই বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো সাংগঠনিক ভাবে শক্তিশালী হতে হবে। আমি অভিনন্দন জানাই নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদের। সেই সাথে আহবান করবো দেশ ও দলের সার্থে যখনই কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবেন।
মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান বলেন, সরকার তাদের কর্মকান্ড দিয়ে দেশের মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। তাদের দুর্নীতি, মানুষের ভোটাধিকার হরণ, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে নিজেদের পতনের রাস্তা নিজেরাই খুড়েছে। এখন শুধু সময়ের ব্যাপার। তাই সকলে কাধে কাধ মিলিয়ে সরকার পতন আন্দোলনে রাজপথে থাকবো।