দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী বাজার পরিচালনা কমিটির নির্বাচন নেই ১৩ বছর যাবত।সরকারী বাজার টি দখল করে আছে একটি চক্র। এতে করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে প্রকৃত ব্যবসায়ীদের মাঝে।পরিচালনা কমিটির সভাপতি পদটি দীর্ঘ ১৩ বছর যাবত দখল করে আছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী। যদিও বক্তাবলী বাজারে তার কোন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নেই। বাজারের ব্যবসায়ীদের দাবী প্রকৃত ব্যবসায়ীদের হাতে বাজার পরিচালনা করার দায়িত্ব দেওয়া হলে বাজারের সামগ্রিক উন্নয়ন হবে।
জানা যায়,বক্তাবলী বাজারটি সরকারি হওয়ায় প্রতি বছর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে দরপত্র আহ্বান করা হয়।একটি চক্র দরপত্রে অংশগ্রহণ করে কম টাকায় ইজারা এনে বেশী টাকায় সাব ইজারা দিয়ে দেয়।
বর্তমানে বাজারটিতে নেই কোন পরিছন্নতা কর্মী। এতে করে বাজার ও টয়লেট টি সবসময় অপরিছন্ন অবস্থায় থাকে।
একটি সুত্র হতে জানা যায়,বাজারটিতে সর্বশেষ নির্বাচন হয় ২০০৩ সালে। সেইবার নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইকবাল মেহেদী,সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইদ্রিস আলী,সদস্য নির্বাচিত হন মোঃ আলী মেম্বার ও আক্তার হোসেন। পরে আক্তার হোসেন মৃত্যুবরন করেন।
২০০৮ সাল হতে ২০১৩ সাল পর্যন্ত সাবেক এমপি সারাহ বেগম কবরী দখল করে নেন।এর পর থেকে শামীম ওসমান এমপির অনুসারীরা বাজার টি দখল করে আছে। বর্তমানে বাজার কমিটির সভাপতি হিসেবে রয়েছেন শওকত আলী। ব্যবসায়ীরা চান যেহেতু গত ১৩ বছর যাবত বাজার পরিচালনা কমিটির নির্বাচন হচ্ছে না। আমরা চাই আমাদের হাতে বাজার পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। আর কোন বহিরাগতদের চাইনা।
এতে করে সঠিক নেতৃত্বের কারনে বাজার টিতে দিনদিন ক্রেতার সংখ্যা কমছে। অনেক ব্যবসায়ী তাদের দীর্ঘদিনের ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। যেহেতু সরকার এই বাজার হতে প্রতিবছর রাজস্ব পাচ্ছে সেহেতু তাদের উচিত বাজারটির পরিচালনার ক্ষেত্রে নজর দেওয়া। এ ব্যাপারে তারা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত ফেরদৌসের হস্তক্ষেপ কামনা করেন।