দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর যুবদলের উদ্যোগে র্যালীতে মিছিল নিয়ে যোগদান করেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতৃবৃন্দ।
শনিবার ( ২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতা ও কর্মীরা নগরীর খানপুর ৩শ শয্যা হাসপাতালের সামনে মিছিল নিয়ে যোগদান করেন।
পরে মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু ও মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে সংগঠনটির নেতা ও কর্মীরা বিজয় র্যালী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করেন।
এ সময় নেতাকর্মীরা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন।
এ সময় চাষাড়াস্থ বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদের শ্রদ্ধাজ্ঞাপন করেন মহানগর যুবদলের নেতৃবৃন্দরা। শ্রদ্ধাজ্ঞাপন শেষে শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন উপস্থিত নেতৃবৃন্দরা।
মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতা আরমান, শাহ জালাল কালু, ইব্রাহিম, ওসমান, বুলবুল আহমেদ তপন, অন্তু, অনি, রুবেল সরদার, শাকিল, ফারুক, শেখ জামাল, ইমন, সিফাতুর রহমান রাজু, সাজ্জাদ, ইব্রাহিম, আসিফ, হাসান, রুবেল রাব্বি, রমজান, আরাফাত, আলম, সোহেল, মিরাজ, রবিউল, রাজু, শেখ সাদি, রনি, হাসান, সুমন, দুলাল, নুর জামান, আসিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।