দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর বাজারস্থ ঐতিহ্যবাহী সামাজিক ও সেবামুলক প্রতিষ্ঠান মুসলিম একাডেমির উদ্যোগে অসহায় নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে মাসদাইর বাজারস্থ মুসলিম একাডেমি প্রাঙ্গণে মুসলিম একাডেমির সভাপতি খোরশিদ আলমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরন করেন মুসলিম একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ্ব এড তৈমুর আলম খন্দকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম একাডেমির উধর্বতন সহ সভাপতি আলহাজ্ব মোঃ আলী ভূইয়া,সহ সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক ভূইয়া,সহ সভাপতি শফিকুর রহমান, নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম খান,নাসিক কাউন্সিলর ও যুগ্ম নির্বাহী পরিচালক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সহ নির্বাহী পরিচালক খসরু নোমান,পরিচালক অর্থ আলহাজ্ব আব্দুল মজিদ সিদ্দিকী,পরিচালক দপ্তর ও প্রচার মোঃ আব্দুল হালিম,পরিচালক শিক্ষা ও সাংস্কৃতিক আলহাজ্ব শাহাবুদ্দিন আহম্মেদ খন্দকার, পরিচালক ক্রীড়া খাজা ইরফান আলী,পরিচালক পাঠাগার শাহআলম ভূইয়া,পরিচালক সমাজকল্যান মনির হোসেন খান,পরিচালক ধর্ম ডাঃ মোঃ নুরুল হক,পরিচালক হাবিবুর রহমান হাবিব,শাহজালাল প্রধান, আসলাম হোসেন, আলহাজ্ব আবুল কালাম আজাদ, মোঃ বজলুর রহমান,আজীবন সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি এড তৈমুর আলম খন্দকার বলেন, মাসদাইর মুসলিম একাডেমি একটি ঐতিহ্যবাসী সামাজিক সেবামুলক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অত্র এলাকার গরীব ছিন্নমূল মানুষের মাঝে প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠান মৃত ব্যক্তিদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল, বিনা মূল্যে দাফন কাফনের ব্যবস্থা,রমজানের ইফতার সামগ্রী বিতরন, ঈদ সামগ্রী বিতরন, শীতবস্ত্র বিতরন সহ অন্যান্য সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। আমি মুসলিম একাডেমির সাফল্য কামনা করছি এবং তাদের কর্মকান্ড আরো ব্যপকভাবে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে ৫শ নারী- পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।