দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর আঞ্চলিক শাখা ও উপজেলা মহিলা শাখার উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ এপ্রিল বেপারীপাড়া ইফাত কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. আবু হাসনাত শহিদ মোহাম্মদ ভিপি বাদল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,পবিত্র রমজানে এই ইফতার মাহফিলে সমাজের অবহেলিত জনগোষ্ঠির জন্য দোয়া কামনা করছি। আরো দোয়া চাই আধুনিক বাংলার রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। সিয়াম সাধনার মাসে আল্লাহ রাব্বুল আলআমিন কোরআন নাজিল করেছেন।
এই রোজার মাসেই আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন। তাই আমরা বেশি বেশি আল্লাহতায়ালার জিকিরে মশগুল থাকব। সমাজে এখন একজন আরেকজনের বিরুদ্ধে অপপ্রচার করছে। অন্তত এই মাসে একটু সংশোধিত হই। কেউ কারো বিরুদ্ধে গিবত না করি। পরনিন্দা না করি। আসুন এই রমজানে নিজেকে সংশোধন করি। আল্লাহর সকল বিধান গুলো মেনে চলার চেষ্টা করি।
বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর আঞ্চলিক শাখা ও উপজেলা মহিলা শাখার সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও বিএইচআরসি বন্দর আঞ্চলিক শাখার সহসভাপতি আব্দুল খালেক সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, এনটিভির পরিচালক সাবিনা সুবাশশির নিলয়,মহানগর স্বেচ্ছসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন,বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু,নাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর শাহেনশাহ, আ’লীগ নেতা ডা. শহিদুল্লাহ,মানবাধিকার নেতা মুজাহিদুল ইসলাম জনি,ইব্রাহিম কাশেম,সোয়েব মোহাম্মদ লিটন,যুবলীগ নেতা সুমন প্রমূখ।