দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন,আমি নিজে এসে আপনাদের হাতে ঈদ সামগ্রী তুলে দিতে চেয়েছিলাম। কিন্তু রোজা ও ব্যস্ততার কারনে আসতে পারিনি। আমি আপনাদের পাশে সবসময় থাকতে চাই।
আজ আমার থেকে ও সাংসদ শামীম ওসমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। আশা করি ভাল ভাবে ঈদ পালন করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আবাসনের কথা বলেছেন আমি সদর উপজেলার চেয়ারম্যান আজাদ বিশ্বাসের সাথে কথা বলেছি। আশা করি সেটার ব্যবস্থা করতে পারবো।
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কল্যানী আর্দশ নগরের হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সালমা ওসমান লিপি আসতে না পারায় অডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে পাঠানতলি কবরস্থান সংলগ্ন স্থানে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত ফেরদৌস, সদর উপজেলার চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ বিশ্বাস, সমাজসেবক জয়বাংলা ক্লাবের সভাপতি ওয়াদ্রিব রহমান অনন্ত,মোঃ সালাউদ্দিন প্রমুখ।