সোনারগাঁও প্রতিনিধি মোঃ আমির হোসেন:
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: প্রাচীন বাংলার অহংকার সোনারগাঁ এক সময় বাংলাদেশর রাজধানী ছিল। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ইউনিয়ন পরিষদের কয়েকজন একত্রিত হয়েছে নিজ নিজ দায়িত্ব পালন ও এলাকার বাসীর উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি ভূমিকা রাখতে। সরকারের ঘোষণা অনুযায়ী কাজ করে যাচ্ছেন প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন।
গ্রাম হবে শহরের ন্যায় নিজ এলাকার বাসীর সকলের সহযোগিতায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জনপ্রতিনিধিগণ। মিলিতভাবে আলাপ আলোচনার মাধ্যমে সুন্দর গ্রহণ ও বাস যোগ্য আধুনিক পরিষদ চান মিলিত হওয়া জনপ্রতিনিধিরা এতে সকলের সহযোগিতা একান্ত কাম্য বলে জানা যায় তাই তারা একটি রেস্তোরাঁয় নিজের উদ্যোগকে আলোচনায় বসেন।
উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় জনপ্রতিনিধি দানবীর স্বর্ণপদক পাওয়া মানবিক সমাজ সেবক করোনা যোদ্ধা শিক্ষা অনুরাগী তরুণ সাহসী আইকন ক্রীড়া বিদ দুই বারের নির্বাচিত এবং দ্বিতীয় বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান।
সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ তিনিও দুই বারের নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি দ্বিতীয় বারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান। নব নির্বাচিত বৈদ্যের বাজার ইউনিয়নের চেয়ারম্যান হাজী আল আমিন সরকার নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করার পড়ে তার নিজ এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং অব্যাহত রয়েছে বলে জানা যায়।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম সামসু এবং সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ মোল্লা ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভুূইঁয়া আরো উপস্থিত ছিলেন প্রথম বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান লায়ন বাবুল( চুম্মা বাবুল) বারদী ইউনিয়ন পরিষদ। আধুনিক ইউনিয়ন এবং সমাজ গঠনের পক্ষে মত প্রকাশ করেন সকলে।