বন্দর প্রতিনিধি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৩২ কেঁজী গাঁজাসহ জমসেদ আলম (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ সিপিএসসি টিকাটুলি।
২৬মে বৃহস্পতিবার রাতে বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে বিশেষ অভিযান চালিয়ে বস্তা র্ভতি গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জমসেদ ফেনী জেলার সোনাগাজী থানার চর চান্দিয়া গ্রামের মাহবুব আলমে মিয়ার ছেলে বলে জানা গেছে।
বিপুল পরিমান গাঁজা উদ্ধারের ঘটনায় র্যাব-৩ সিপিএসসি উপ-পরিদর্শক সুমন মালাকার বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪৫(৫)২২।
তথ্য সূত্রে জানা গেছে, গত ২৫ মে বুধবার রাত পৌনে ১১টায় র্যাব-৩ সিপিএসসি উপ-পরিদর্শক সুমন মালাকার ও তার সঙ্গীয় র্ফোস ঢাকা মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালিন সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কুমিল্লা থেকে একজন মাদককারবারি বিপুল পরিমান গাঁজা নিয়ে হযরত শাহাজালাল ও শাহ পরান (রঃ) যাত্রীবাহী গেইটলক বাস যার রেজি নং- ঢাকা জ ১৪-০১৯৪ যোগে ঢাকা দিকে রওনা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত টিম ২৫মে বুধবার রাতে বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে অবস্থান করে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে কুমিল্লা থেকে ঢাকা গামী বিভিন্ন যাত্রীবাহী বাস তল্লাশী শুরু করে। পরে ২৬ মে বৃহস্পতিবার রাত সোয়া ২টায় কুিমল্লা থেকে ঢাকাগামী শাহ জালাল ও শাহ পরান (রঃ) যাত্রীবাহী গেইটলক পরিবহনে তল্লাশী শুরু করলে ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী গাঁজার ২টি প্লাষ্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টাকালে ওই সময় বস্তর্ভিতি ৩২ কেঁজী গাঁজাসহ জমসেদ নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ঘটনায় র্যাব-৩ গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে দুপুরে বন্দর থানা পুলিশে সোর্পদ করলে পুলিশ ওই মামলায় তাকে ওইদিন বিকেলে আদালতে প্রেরণ করেছে।