দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকী দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।
শনিবার (৪ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
এসময় খোকন সাহা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। অথচ আজকে তাকেই হুমকী দেয় ষড়যন্ত্রকারীরা। এত বাড়াবাড়ি করবেন না, হুমকী দিবেন না। বেশী বাড়াবাড়ি করলে, হুমকী দিলে জিহ্বা কেটে দেব। কেটে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব।
তিনি আরও বলেন, আপনারা নির্বাচনকে ভয় পান। কারন নির্বাচন করলে আপনারা হেরে যাবেন। এজন্য নির্বাচনে অংশগ্রহণ করেন না। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সহ সভাপতি রবিউল হোসেন, বিদুৎ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, এড. মাহমুদা মালা,
ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়াত আলম সানি, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, হান্নান আহমেদ দুলাল, জিল্লুর রহমান লিটন, ফতুল্লাা থানা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, জিএম আরমান, রঞ্জিত মন্ডল, প্রদিপ কুমার সাহা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।