বন্দর প্রতিনিধি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে প্রবাস ফেরৎ হাজী দীল জাহান মিয়ার বাসভবনে চুরি ঘটনায় ধৃত দুই চোরকে ১ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বুধবার (১৫ জুন) দুপুরে ১ দিনের রিমান্ড শেষে পুনরায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত ১৪ জুন মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত দুই চোরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে রিমান্ডে আনে পুলিশ।
রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলো বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার শরাফত উল্ল্যাহ ওরফে বাউয়া মিয়ার ছেলে চিহিৃত চোর ইমরান (২৮) ও একই এলাকার গিয়াস উদ্দিন মিয়ার ছেলে রাফসান ওরফে সানি (২৩)। যার মামলা নং ২(৬)২২।
এ ব্যাপারে চুরি মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম গনমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত দুই চোরের কাছ থেকে চোরাইকৃত মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। সে সাথে বাকি চোরাইকৃত মালামাল উদ্ধারের জন্য গ্রেপ্তারকৃতদের ১ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ মে সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মৃত হাজী কানু মিয়ার ছেলে হাজী দীল জাহান ও পরিবারের সকল সদস্যরা তার শ^শুড় বাড়ি চুনাভ’রা এলাকায় বেড়াতে আসে। বেড়ানো শেষে গত ৩০মে সন্ধ্যায় ৭টায় হাজী দীল জাহান ও তার পরিবারের সদস্যরা নিজ বাড়িতে ফিরে এসে দেখে ঘরের মুল দরজা ও সকল আলমারি খোলা এবং আলমারি ভিতরে এবং বাহিরে বিভিন্ন জিনিসপত্র এলোমেলো। বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত চোরের দল কৌশলে ঘরে প্রবেশ করে তার স্ত্রী ও শ^শুড়ী সব মিলিয়ে ২০ ভড়ি স্বার্ণালংকার ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।