মোঃ আমির হোসেন সোনারগাঁও প্রতিনিধি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বাস ষ্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে মুড়চে যায়। এতে দুইজন গুরুত্বর আহত হয়েছে তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ৭ টায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ড্রিম লাইন পরিবহনের একটি যাত্রী বাহী বাস একটি প্রাইভেট কারকে পিছন থেকে জোরে ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুড়চে যায়। প্রাইভেট কারে থাকা দুই জন মারাত্মক ভাবে আহত হয়েছেন।
এলাকাবাসী আরও বলেন, গজারিয়া উপজেলায় প্রায় সময় ঘটে সড়ক দূর্ঘটনা গত শুক্রবার (১৭ জুন) জুমার নামাজের পূর্বে মেঘনা সেতুর দক্ষিণ পাশে জামালদী নামক বাস ষ্ট্যান্ডে যাত্রী বাহী তিশা গাড়ীর ধাক্কায় প্রাণ হারায় আলম নামের যুবক। আলমের সড়ক দূর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় নেমে আসেন। নিহত ব্যক্তি আওয়ামিলীগ নেতা ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।
মেঘনা সেতুর জামালদী হতে দাউদকান্দীর সেতুর উত্তর পাশের বাউশিয়া পর্যন্ত গজারিয়ার অংশে প্রায় সময় ঘটে সড়ক দূর্ঘটনার প্রাণ হারান মানুষ আহত হন অনেকে। এলাকা বাসী দাবি বিশেষ বিশেষ স্থানে ওভার ব্রীজের করা।